মাদারীপুর: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বুধবার (১১ এপ্রিল) সন্ধ্যা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল পরিদর্শক এবিএস মাহমুদ বাংলানিউজকে বলেন, সন্ধ্যার আগে উত্তরাকাশে মেঘ করলে ঝড়ের আশংকা করা হয়।
এরপর থেকে প্রচণ্ড বেড়ে বাতাস শুরু হলে লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এনটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।