ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গণমাধ্যম কর্মীদের বৈশাখী ভাতা বাস্তবায়ন দাবি আরইউজের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫২, এপ্রিল ১১, ২০১৮
গণমাধ্যম কর্মীদের বৈশাখী ভাতা বাস্তবায়ন দাবি আরইউজের

রাজশাহী: গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা বাস্তবায়নের দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। 

বুধবার (১১ এপ্রিল) আরইউজের নির্বাহী কমিটির সভায় এ দাবি জানান।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) এর মধ্যে বৈশাখী ভাতা বাস্তবায়নে রাজশাহী থেকে প্রকাশিত পত্রিকাগুলোর সম্পাদকদের প্রতি এ আহ্বান জানান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সহ-সভাপতি শরীফ সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহাবুব, নির্বাহী সদস্য মিজানুর রহমান টুকু, আলী ও সমাদ খান।

 

সম্পাদকরা সরকারি নির্দেশনা অনুযায়ী চলতি বছর থেকেই বৈশাখী ভাতা চালু, বকেয়া পরিশোধ ও ওয়েজবোর্ড বাস্তবায়নের অনুরোধ জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।