বুধবার (১১ এপ্রিল) আরইউজের নির্বাহী কমিটির সভায় এ দাবি জানান।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) এর মধ্যে বৈশাখী ভাতা বাস্তবায়নে রাজশাহী থেকে প্রকাশিত পত্রিকাগুলোর সম্পাদকদের প্রতি এ আহ্বান জানান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সহ-সভাপতি শরীফ সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহাবুব, নির্বাহী সদস্য মিজানুর রহমান টুকু, আলী ও সমাদ খান।
সম্পাদকরা সরকারি নির্দেশনা অনুযায়ী চলতি বছর থেকেই বৈশাখী ভাতা চালু, বকেয়া পরিশোধ ও ওয়েজবোর্ড বাস্তবায়নের অনুরোধ জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এসএস/আরআইএস/