ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মরা মুরগি বিক্রির অভিযোগে দোকান ঘেরাও, দোকানি পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৫, এপ্রিল ১১, ২০১৮
মরা মুরগি বিক্রির অভিযোগে দোকান ঘেরাও, দোকানি পলাতক মরা মুরগি বিক্রির অভিযোগ দোকান ঘেরাও, দোকানি পলাতক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া বাজারে মরা মুরগি বিক্রির অভিযোগে ‘মেসার্স হাসনাত পোল্ট্রি হাউস’ ঘেরাও করেছে স্থানীয়রা। এ ঘটনার পর থেকে ওই দোকানের মালিক হাসনাত আলী পলাতক রয়েছেন।

বুধবার (১১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ ওই দোকানের সামনে থেকে অন্তত ২০টি মরা মুরগি জব্দ করে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, ওই দোকানে প্রায় ৫০টি মতো মরা মুরগি ছিলো। ৩০টির মত মরা মুরগি বিভিন্ন কৌশলে হাসনাত বিক্রি করেছেন।

ওই দোকান থেকে মুরগি কেনেন লক্ষীপুর এলাকার আশরাফুল ইসলামের ছেলে মো. সিহাব আলী (১৭)। তিনি বাংলানিউজকে বলেন, মুরগি বাড়িতে নিয়ে গেলে আমার মা সন্দেহ প্রকাশ করে বলেন এটা মরা মুরগি। ফেরত দিতে এসে দেখি দোকান বন্ধ করে দোকানদার পলাতক রয়েছেন।

অপর ক্রেতা বারঘরিয়া লক্ষীপুর এলাকার মৃত বেলাল উদ্দীন মণ্ডলের ছেলে আবুল কালাম বাংলানিউজকে বলেন, মুরগি নিয়ে গিয়ে রান্নার প্রস্তুতিকালে লোকমুখে শুনলাম এটা মরা মুরগি। আমারও সন্দেহ হয় কারণ মুরগি কেনার সময় দোকানদার হাসনাত আমাকে আগের জবাই করা মুরগি দিয়েছিলেন। তাই মুরগি ফেরত দিতে এসেছি।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।