বুধবার (১১ এপ্রিল) বিকেলে সংসদে প্রধানমন্ত্রী কোটা পদ্ধতি বাতিল করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ দেন।
পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের আহ্বায়ক হাসান আল মামুনের পক্ষে নুরুল হক নূর টিএসসি রাজু ভাস্কর্যে সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের প্রতিনিধিত্বকারী ২০ জন বসে রাতে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেবেন।
একইসঙ্গে আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এমএসই/এসকেবি/এএ