ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আন্দোলনকারীদের সিদ্ধান্ত বৃহস্পতিবার সকালে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, এপ্রিল ১১, ২০১৮
আন্দোলনকারীদের সিদ্ধান্ত বৃহস্পতিবার সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে আন্দোলনকারীরা/ছবি: মুজিবুর

ঢাকা: কোটা সংস্কার নিয়ে জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য রাতে বিচার-বিশ্লেষণ করে বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১১ এপ্রিল) বিকেলে সংসদে প্রধানমন্ত্রী কোটা পদ্ধতি বাতিল করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ দেন।

পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের আহ্বায়ক হাসান আল মামুনের পক্ষে নুরুল হক নূর টিএসসি রাজু ভাস্কর্যে সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের প্রতিনিধিত্বকারী ২০ জন বসে রাতে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেবেন।

সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

একইসঙ্গে আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এমএসই/এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।