ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বললেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, এপ্রিল ১১, ২০১৮
শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বললেন প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় সংসদ: সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, চৈত্রের রোদ্রে পুড়ে তিনদিন ধরে রাস্তায় বসে আছে। তারা তো অসুস্থ হয়ে পড়বে। রাস্তা বন্ধ হয়ে আছে, মানুষ হাসপাতালেও যেতে পারছে না।

বুধবার (১১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকে এক প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যেহেতু কেউ কোটা পদ্ধাতি চায় না, তাই কোনো কোটাই থাকবে না।

এতে তো আর কারো আপত্তি থাকবে না। মেয়েরাও দেখি রাস্তায় নেমে গেছে। তার মানে তারাও কোটা চায় না। আমি খুশি, তারা পরীক্ষা দিয়ে চলে আসবে। তাহলে কোটা পদ্ধতিরই দরকার নেই।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, যথেষ্ট হয়েছে, তারা বাড়ি চলে যাক।  

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।