বুধবার (১১ এপ্রিল) দুপুরে পৃথক এ দুর্ঘটনা দুইটি ঘটে।
নিহতরা হলেন জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি আব্দল্লাহপুর গ্রামের আদরিছ মিয়ার ছেলে সুহেল মিয়া (২৩) ও দক্ষিণ সুনামগঞ্জের পূর্বপাগলা ইউনিয়নের দিগারকান্দি গ্রামের মনাফ মিয়ার ছেলে ঝালু মিয়া (৪৫)।
স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ছিলেন সুহেল মিয়া। এসময় বজ্রপাতের অাঘাতে তিনি গুরুতর অাহত হন। স্থানীয়রা তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একই সময়ে দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের দিগার হাওরের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঝালু মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ছাতক উপজেলার কৈতক ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইতিয়ার উদ্দিন ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বাংলানিউজকে বিষয়গুলো নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এনটি