ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নানিয়ারচরে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৬, এপ্রিল ১১, ২০১৮
নানিয়ারচরে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতা জনি তঞ্চঙ্গ্যাকে (৩২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের বেতছড়ি ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইউপিডিএফ নেতা জনি একটি সশস্ত্র দল নিয়ে মঙ্গলবার (১১এপ্রিল) দুপুর ১২টার দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সংস্কার’র (জেএসএস)  খাগড়াছড়ির মহালছড়ি থানা কমিটির সদস্য টনক চাকমা এবং রিগেন চাকমাকে মহালছড়ি থেকে তুলে তাদের ক্যাম্পে এনে মারধর করেন।

পরে সন্ধ্যা সাতটার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার ১৯ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জনি।  

প্রত্যক্ষদর্শীদের দাবি, জেএসএস সংস্কারপন্থি’র সদস্যরাই জনিকে হত্যা করেছেন।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।