ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

তাড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, এপ্রিল ১১, ২০১৮
তাড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীর আহম্মেদ বাবু (২৩) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ এপ্রিল) সকালে উপজেলার রাউতি ইউনিয়নের সুরঙ্গল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তানভীর উপজেলার সুরঙ্গল গ্রামের জিল্লুর রহমানের ছেলে।



তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান বাংলানিউজকে জানান, কয়েকদিন আগে ছুটিতে বাড়িতে আসেন সেনা সদস্য তানভীর। সকালে বাড়ির জলপাই গাছের ডাল কাটছিলেন তিনি। এসময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তিনি কোন জায়গায় কর্মরত ছিলেন তা জানা যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
    
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।