ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে মালবাহী গাড়ি চাপায় নারী শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৩, এপ্রিল ১১, ২০১৮
সৈয়দপুরে মালবাহী গাড়ি চাপায় নারী শ্রমিক নিহত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে মালবাহী একটি গাড়ি চাপায় ফেরদৌসী বেগম (৩৪) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১১ এপ্রিল) দুপুরে সৈয়দপুর-নীলফামারী সড়কের ধলাগাছ এলাকার প্লাইউড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।  

ফেরদৌসী বেগম সৈয়দপুর ওয়াপদা এলাকার নূর ইসলামের স্ত্রী।

তিনি প্লাইউড কারখানার শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে প্লাইউড কারখানায় কাজ করার সময় ওই কারখানার মালবাহী একটি গাড়ি ফেরদৌসী বেগমকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এতে ক্ষুব্ধ হয়ে ওই কারখানার শ্রমিক ও এলাকাবাসী কারখানার দরজা, জানালা, আসবাবপত্র ভাঙচুর করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।