ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কামারখন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৭, এপ্রিল ১১, ২০১৮
কামারখন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে পপি আক্তার মাহি (১৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামী খোকন রেজাকে আটক করা হয়েছে।

বুধবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চর গাড়াবাড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবাইয়দা খান বাংলানিউজকে জানান, প্রায় চার মাস আগে কুমিল্লা জেলার বেলাল হোসেনের মেয়ে মাহিকে বিয়ে করেন খোকন।

বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। সকালে ঘরের মধ্যে মাহির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।