ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৬, এপ্রিল ১১, ২০১৮
ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের দক্ষিণ কহরপাড়া গ্রাম থেকে লিপা আখতার (২৭) নামে এক গৃহবধ‍ূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তবে নিহত লিপার বাবার খলিলুর রহমানের দাবি তার মেয়েকে হত্যা করা হয়েছে।

পরিবারের লোকজন জানায়, মঙ্গলবার রাতে দক্ষিণ কহপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া করে লিপা ঘুমিয়ে পড়ে।

বুধবার সকালে ঘরের ভেতরে তার মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

মেয়ের বাবা খলিলুর রহমান বলেন, দীর্ঘ ৭ বছর আগে নারগুন ইউনিয়নের ইউসুফ আলীর ছেলে আরিফের সঙ্গে লিপার বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন ওর ওপর অত্যাচার শুরু করে।

তিনি আরো বলেন, আমার মেয়ে কোনোদিন আত্মহত্যা করতে পারে না। তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।

এসময় মেয়ের হত্যাকারীদের বিচার চান লিপার বাবা।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।