বুধবার (১১ এপ্রিল) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘জঙ্গি ও মাদক প্রতিরোধ বিষয়ক’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দেশের উন্নয়নে মাদক ও জঙ্গিবাদ প্রধান প্রতিবন্ধকতা উল্লেখ করে তিনি বলেন, সারা বিশ্বে জঙ্গিবাদ প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
এসময় রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, দেশের স্বার্থে জঙ্গিবাদ নির্মূলে ছাত্র-শিক্ষকসহ সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের আইন-শৃঙ্খলা ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক থাকে না।
মাদকের বিষয়ে তিনি বলেন, শুধু প্রশাসন চাইলে মাদক নির্মূল করা সম্ভব না। সবার সহযোগিতা প্রয়োজন। আমরা মাদক ব্যবসায়ীদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করছি। যারা আত্মসমর্পণ করবে তাদের জন্য এ সুযোগ সব সময় থাকবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক।
এসময় সম্মানিত অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপ উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার, বেরোবি শিক্ষক সমিতির সভাপতি গাজী মাজহারুল আনোয়ার, প্রক্টর ড. ফরিদুল ইসলাম, বেরোবি ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া, সাধারণ সম্পাদক নোবেল শেখ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
ওএইচ/