বুধবার (১১ এপ্রিল) দুপুরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সমাবেশ করে।
সমাবেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের রাসেল কবির ও আব্দুল বাছেদ, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মিজানুর রহমান, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের আবির আহমেদ, নাজমুল হাসান ও আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।
এদিকে, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লিংক রোড করাতিপাড়া এলাকায় সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করে সরকারি সা’দত কলেজের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা কৃষিমন্ত্রীকে ক্ষমা চেয়ে তার বক্তব্য প্রত্যাহার ও অতিদ্রুত কোটা সংস্কারের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন- করটিয়া সা’দত কলেজের শিক্ষার্থী সাইফুল্লাহ, রিয়াদ, আল আমিন, শাকিল আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এনটি