বুধবার (১১ এপ্রিল) বেলা ১১টা থেকে শিক্ষার্থীদের এ বিক্ষোভ চলছে। তবে শিক্ষার্থীরা ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করেনি।
জানা যায়, ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, নাসিরাবাদ কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে শহরতলী বাইপাস গোলচত্বর এলাকায় জড়ো হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘চেয়েছি অধিকার হয়েছি রাজাকার’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’ এ ধরণের বিভিন্ন স্লোগানে বাইপাস মোড় প্রকম্পিত করে তুলেছে।
শিক্ষার্থীরা জানান, ‘প্রধানমন্ত্রী দাবি পূরণে মিডিয়ার সামনে যতদিন না কথা বলবেন ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কোনো উস্কানিতে আমরা পা দিবো না। শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবো’।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বাংলানিউজকে বলেন, কোটা সংস্কার দাবির এ আন্দোলনে ময়মনসিংহে অবস্থানরত কোনো শিক্ষার্থী সকাল থেকে ক্যাম্পাসে যায়নি। ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া বাসগুলোও ক্যাম্পাসে যেতে পারেনি। ফলে বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি।
জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করছে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এমএএএম/জিপি