বুধবার (১১ এপ্রিল) সকাল থেকে ঢাবি এলাকার পাশাপাশি ধানমন্ডি, গ্রিন রোড, পান্থপথ, প্রগতি সরণি, আগারগাঁও এলাকার সড়কে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার খবর পাওয়া যায়।
ধানমন্ডি ২৭ নম্বর থেকে ৩২ নম্বর পর্যন্ত সড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
সকাল থেকেই পান্থপথ মোড় ও গ্রিন রোড সড়ক বন্ধ করে এশিয়া প্যাসিফিক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন।
দুপুরে ধানমন্ডি এলাকায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশ, নর্দার্ন ইউনিভার্সিটি, ইউডার শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিয়েছেন। তারা ধানমন্ডির জিগাতলা থেকে মোহাম্মদপুর পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী এফ এ শোভন বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। আমাদের এ দাবি যেন সরকার দ্রুত মেনে নেয়।
ইউল্যাব শিক্ষার্থী মনসুরুল আলম বলেন, আমাদের দাবি হলো কোটা সংস্কার। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।
এদিকে, শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন সড়ক বন্ধ করে অবস্থান নিয়েছেন। ফলে মিরপুর-ফার্মগেট- মহাখালীগামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আসাদগেট এলাকায় এভারেস্ট পরিবহনের চালক আউয়াল বলেন, প্রায় দেড় ঘণ্টায় শ্যামলী থেকে আসাদগেট এসেছি। অনেকগুলো রাস্তা বন্ধ থাকায় বাকি রাস্তাগুলোতে চাপ বাড়ায় যানজট বেড়েছে।
বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) আশরাফুল করিম বলেন, আমার এলাকার মধ্যে যমুনা ফিউচার পার্কের সামনে নর্থ-সাউথসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছেন। দুইপাশে রাস্তা বন্ধ করে দেওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
পিএম/ওএইচ/