বুধবার (১১ এপ্রিল) সকালে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন একটি কলোনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিছির আলী সিলেটের গোলাপগঞ্জের মশকারপুর গ্রামের সুরুপ আলীর ছেলে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে বলেন, কলোনির একটি কক্ষ থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। রাতে কোনো এক সময় সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে কি কারণে ওই যুবক আত্মহত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেন জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এনইউ/জিপি