ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় তিন সংস্থায় নতুন তিন প্রধান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৯, এপ্রিল ১১, ২০১৮
ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় তিন সংস্থায় নতুন তিন প্রধান

ঢাকা: সরকারের তিন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় তিন দফতর-সংস্থায় প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (১১ এপ্রিল) এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন তালুকদারকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মো. আকরাম আল হোসেনকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে সরকার।

আর কৃষি মন্ত্রণালয়ের মো. মোশাররফ হোসেনকে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।