ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কোটা সংস্কারের দাবিতে কুমিল্লায় অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৫, এপ্রিল ১১, ২০১৮
কোটা সংস্কারের দাবিতে কুমিল্লায় অবস্থান কর্মসূচি কুমিল্লায় আন্দোলনরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছবি: বাংলানিউজ

কুমিল্লা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কুমিল্লায় কর্মসূচি পালন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে কান্দিরপাড় পূবালী চত্বরে অবস্থান নিয়ে এ অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা ।

আন্দোলনকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল পরিমাণ পুলিশ, গোয়েন্দা পুলিশ, র‌্যাব সদস্য দায়িত্ব পালন করছেন।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থানের কারণে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে যানজট সৃষ্টি হয়েছে। যানজটের কারণে ভোগান্তি পড়েছেন সাধারণ লোকজন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।