ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কোটা সংস্কারের ‘আন্দোলনে জবি ছাত্রলীগের নেতাকর্মীরা’

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৩, এপ্রিল ১১, ২০১৮
কোটা সংস্কারের ‘আন্দোলনে জবি ছাত্রলীগের নেতাকর্মীরা’ আন্দোলনরত জবি শিক্ষার্থীরা, ছবি: বাংলানিউজ

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পুরান ঢাকায় আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময়ের জন্য দেখা গেছে জবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের। পরে অবশ্য শাখা ছাত্রলীগের সভাপতি দাবি করেন, আন্দোলনে ছাত্রদল ও শিবির কর্মীদের দেখতে পেয়েছেন তারা।

বুধবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের অবস্থানে যোগ দিতে দেখা যায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েকশ ছাত্রলীগ কর্মীকে। এসময় কোটা সংস্কারের দাবিতে স্লোগানও দেন ছাত্রলীগ কর্মীদের একাংশ।

 

পরে জবি শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বলেন, জবি ছাত্রলীগ প্রথম থেকেই কোটা আন্দোলনের পক্ষে ছিলো। তবে কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে রাস্তা নামেননি। তবে আজকে এখানে আসার পরে অনেক ছাত্রদল ও শিবিরকর্মীকে দেখতে পেয়েছি। তার দুর্ভোগের সৃষ্টি করেছে।

তিনি বলেন, আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশের অপেক্ষা আছি। তাদের নির্দেশ পেলে পরবর্তী করণীয় সম্পর্কে জানানো হবে।

জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, আমরা কোটার পক্ষে মাঠে আছি। দায়িত্বশীল পর্যায়ের কারো সুনির্দিষ্ট ঘোষণা আসার পর ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্যাম্পাসে ফিরে যাবো।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।