বুধবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের অবস্থানে যোগ দিতে দেখা যায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েকশ ছাত্রলীগ কর্মীকে। এসময় কোটা সংস্কারের দাবিতে স্লোগানও দেন ছাত্রলীগ কর্মীদের একাংশ।
পরে জবি শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বলেন, জবি ছাত্রলীগ প্রথম থেকেই কোটা আন্দোলনের পক্ষে ছিলো। তবে কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে রাস্তা নামেননি। তবে আজকে এখানে আসার পরে অনেক ছাত্রদল ও শিবিরকর্মীকে দেখতে পেয়েছি। তার দুর্ভোগের সৃষ্টি করেছে।
তিনি বলেন, আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশের অপেক্ষা আছি। তাদের নির্দেশ পেলে পরবর্তী করণীয় সম্পর্কে জানানো হবে।
জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, আমরা কোটার পক্ষে মাঠে আছি। দায়িত্বশীল পর্যায়ের কারো সুনির্দিষ্ট ঘোষণা আসার পর ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্যাম্পাসে ফিরে যাবো।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
ওএইচ/