ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাংনীতে বন্দুকযুদ্ধে নিহত ডাকাতের পরিচয় মিলেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫১, এপ্রিল ১১, ২০১৮
গাংনীতে বন্দুকযুদ্ধে নিহত ডাকাতের পরিচয় মিলেছে

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ডাকাতের পরিচয় পাওয়া গেছে। সে গাংনী উপজেলার কসবা গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত উসমান আলীর ছেলে জমসেদ আলী।

তার দুই স্ত্রী সোনাভানু ও রেহেনা খাতুনের উদ্ধৃতি দিয়ে স্থানীয় ধানখোলা ইউনিয়ন পরিষদ সদস্য লিলু ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, চরমপন্থি জমসেদ এলাকার একজন শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী।

গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। তার নামে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, বোমাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গাংনী, আলমডাঙ্গাসহ বেশ কয়কটি থানায় প্রায় ডজনখানেক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ব্যাপারে পৃথক মামলা ও নিহতের মরদেহ মেহেরপুর জেনারেল হাসপতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি হরেন্দ্রনাথ সরকার।

এর আগে মঙ্গলবার (১০ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টায় হেমায়েতপুর-আমতৈল রাস্তার পাশে বন্দুকযুদ্ধ মারা যায় জামসেদ ‍আলী।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।