ফার্ম মালিকের মেয়ের জামাই উজ্জ্বল বাংলানিউজকে বলেন, ভোরে দুর্বৃত্তরা ফার্মের বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন, আমাদের ধারণা পার্শ্ববর্তী ইটবালু ব্যবসায়ী শাহীন এ ঘটনা ঘটিয়েছে। ফার্মের ঘর তৈরি করার সময় তার কাছ থেকে ইটবালু না কেনায় সে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ সজিব সরকার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ফুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
আরএ