ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গৌরনদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৪, এপ্রিল ১০, ২০১৮
গৌরনদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মামলা

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার বাছার গ্রামে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মঙ্গলাবার (১০ এপ্রিল) সন্ধ্যায় গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

অভিযুক্ত ও মামলার আসামি হরি চন্দ্র মণ্ডল (৪৫) একই গ্রামের দিনবন্ধু মণ্ডলের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভিকটিমকে বাড়িতে একা পেয়ে হরি চন্দ্র ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ভিকটিম চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসলে হরি পালিয়ে যান।

মামলার বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  মুনিরুল ইসলাম জানান, আসামিকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৫১৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।