ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে কারেন্ট জালসহ আটক ২ জনের জেল-জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৩, এপ্রিল ১০, ২০১৮
বরিশালে কারেন্ট জালসহ আটক ২ জনের জেল-জরিমানা

বরিশাল: বরিশালের আড়িয়াল খাঁ ও কালাবদর নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জালসহ আটক দুইজনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খাঁন ও সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীত সন্নামতের উপস্থিতিতে আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

আটকেরা হলেন- খুলনার আব্দুল খালেক বিশ্বাস (৪৭) ও সাতক্ষীরার রিয়াজুল বিশ্বাস (২৫)।

১০-আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চালানো অভিযানে জব্দ হওয়া আনুমানিক ৪ লাখ টাকার মূল্যের ২০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।  

পাশাপাশি আটকদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ০৪৫২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।