ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২২, এপ্রিল ১০, ২০১৮
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা খাবার তৈরিতে বিষাক্ত রং মেশানোর দায়ে জরিমানা

নেত্রকোনা: মেয়াদোরত্তীর্ণ ওষুধ বিক্রি ও বেকারির খাবার তৈরিতে বিষাক্ত রং মেশানোর দায়ে নেত্রকোনার মদনে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ এপ্রিল) দিনগত রাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ্ আলম জানান, বিকেলে মদনের পুরাতন বাজার এলাকায় মাতৃ বেকারিকে ২০ হাজার টাকা, স্ট্যান্ডার্ড বেকারিকে ১০ হাজার টাকা ও নিউ ওষুধ ঘরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন-নেত্রকোনা জেলার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক, জেলা বাজার কর্মকর্তা মো. আজমল হোসাইন, মদনের স্যানিটারি ইন্সপেক্টর মিতু সাহাসহ পুলিশ সদস্যরা। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০৪২১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।