মঙ্গলবার (১০ এপ্রিল) দিনগত রাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ্ আলম জানান, বিকেলে মদনের পুরাতন বাজার এলাকায় মাতৃ বেকারিকে ২০ হাজার টাকা, স্ট্যান্ডার্ড বেকারিকে ১০ হাজার টাকা ও নিউ ওষুধ ঘরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন-নেত্রকোনা জেলার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক, জেলা বাজার কর্মকর্তা মো. আজমল হোসাইন, মদনের স্যানিটারি ইন্সপেক্টর মিতু সাহাসহ পুলিশ সদস্যরা। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ০৪২১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
আরআর