আহত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল খাইরুল ইসলাম ও কনস্টেবল আব্দুর রাজ্জাক। আহত পুলিশ সদস্যরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার (১০ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টায় হেমায়েতপুর-আমতৈল রাস্তার পাশে এ বন্দুকযুদ্ধ হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, একদল ডাকাত আমানুল্লাহর একটি কলাক্ষেতের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সেখানে অবস্থান নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। অজ্ঞাতপরিচয় ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এমকে রেজা বাংলানিউজকে জানান, নিহতের পেটে ও ডানের উরুর পাশে গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
আরআর