ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৭

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, এপ্রিল ১০, ২০১৮
বরিশালে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৭ প্রতীকী ছবি

বরিশাল: বরিশাল জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ সাতজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ এপ্রিল) বরিশাল সদর, মুলাদী ও বানারীপাড়া উপজেলায় অভিযান চালায় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বরিশালের মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বাংলানিউজকে জানান, মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল) মো. কামরুল আমিনের নেতৃত্বে মুলাদী বন্দর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রির ৩৩ হাজার ৫শ’ টাকাসহ তিনজনকে আটক করা হয়।

 

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেকেন্দার ফকিরের ছেলে সিরাজ ফকিরকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এছাড়া সন্ধ্যায় বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন-পিপিএম এর নেতৃত্বে নগরের রুপাতলী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নগরের ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আ. মোতালেব হাওলাদারের ছেলে মো. মহিবুল ইসলামকে (৩০) ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এরআগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মো. জিল্লুর রহমানের নেতৃত্বে বরিশাল নগরের কেডিসি বস্তি এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ওই এলাকার মৃত মুনসুর আলী খানের ছেলে মো. আলমগীর হোসেন (৬৫) ও তার বসতঘরের ভাড়াটিয়া মুনসুর আলীর স্ত্রী মোসা. পারুল আকতারকে (৪০) ২০ গ্রামের ১০টি প্যাকেটে ২শ’ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির মোট ৪০ হাজার টাকাসহ আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।