ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পহেলা বৈশাখ

১২-১৩ এপ্রিলের টিকিট সোনার হরিণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, এপ্রিল ১০, ২০১৮
১২-১৩ এপ্রিলের টিকিট সোনার হরিণ

ঢাকা: দুইদিন ধরে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছেন রাকিব। কাউন্টার থেকে টিকিট নিতে নয়, তিনি এসেছেন যদি কেউ ফেরত দিতে আসে সে টিকিট তিনি নেবেন। কাউন্টারের টিকিট অনেক আগেই শেষ হয়ে গেছে। ১২ এপ্রিল রাজশাহী যাবেন তিনি। পহেলা বৈশাখ ঘিরে ১২ এপ্রিল অনেকে বাড়িতেও বেড়াতে যেতে চাচ্ছেন। এদিন রাজধানী থেকে বাস, ট্রেন এবং লঞ্চের তীব্র টিকিট চাহিদা দেখা যাচ্ছে। এমনকি এই চাহিদা রয়েছে আকাশপথেও।

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানা গেছে, যাত্রার ১০ দিন আগে থেকে এখন টিকিট দেওয়ার কারণে গত ২ এবং ৩ তারিখে ১২ এপ্রিলের রাজশাহী ও চট্টগ্রামগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে।
 
রেলওয়ে স্টেশনের ম্যানেজার শীতাংসু চক্রবর্তী বাংলানিউজকে জানান, চট্টগ্রাম এবং রাজশাহীগামী ট্রেনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।

এসব ট্রেনে এখন কোনো এসি সিট খালি নেই। তবে কিছু ট্রেনে টিকিট এখনও কাউন্টার থেকে মিলছে বলে জানান স্টেশন ম্যানেজার।
 
চট্টগ্রামগামী তুর্ণা, সুবর্ণ এক্সপ্রেস, রাজশাহীগামী চিত্রা এবং সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনেই চাহিদা সবচেয়ে বেশি।
 
সাপ্তাহিক ছুটি সঙ্গে বৈশাখী উৎসব মিলিয়ে দু’দিনের ছুটি হওয়ায় ঢাকা থেকে অনেকেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন। দেশের সবচেয়ে বড় পর্যটন গন্তব্য কক্সবাজারে যাওয়ার ১২ এপ্রিলের কোনো এসি বাসের টিকিট খোঁজ নিয়ে মেলেনি।
 
ঢাকা থেকে কক্সবাজারগামী বিলাসবহুল বাসগুলোর মধ্যে ‘এনা হুন্দাই’ ছেড়ে যায় সকাল ৮টা ২০ মিনিটে। এ বাসের কোনো সিট দু’দিন ধরে খালি নেই। রাত ১০টায় গ্রিন লাইন পরিবহনে স্লিপিং কোচ ছাড়ে। এ বাসেরও কোনো সিট খালি নেই। তবে রাত ১১টার সেন্টমার্টিন পরিবহনের হুন্দাই বাসে ৫ থেকে ৬টি বাকি আছে (মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত)।

ঢাকা থেকে খুলনাগামী গ্রিন লাইন পরিবহনের সকাল সাড়ে ৮টার বিজনেস ক্লাস বাসে আর মাত্র তিনটি সিট খালি দেখা গেছে। সোহাগ পরিবহনের রাত ৯টার বাসেও মাত্র তিন সিট খালি পাওয়া গেছে। তবে নন এসি বাসের সব রুটেই সিট পাওয়া যাচ্ছে।

ছুটিতে বাড়ি যেতে মানুষের পছন্দের পরিবহন ট্রেন। কিন্তু ট্রেনের ১২ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের বেশিরভাগের সিট অগ্রিম কেটে নিয়েছেন যাত্রীরা।
 
আকাশপথেও ১২ এপ্রিলের টিকিট সংকট। ঢাকা থেকে এদিন যশোরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আছে কিন্তু সিট নেই। ঢাকা থেকে কক্সবাজারে সকাল-বিকাল দুইটি ফ্লাইট আছে। প্রথম ফ্লাইটে কোনো টিকিট নেই। বিকেলের ফ্লাইটে টিকিট থাকলেও তার দাম অনেক বেশি।
 
বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এসএ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।