ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পুলিশের সোর্স জয় হত্যা মামলায় মুন্না ৩ দিনের রিমান্ডে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, এপ্রিল ১০, ২০১৮
পুলিশের সোর্স জয় হত্যা মামলায় মুন্না ৩ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে পুলিশের সোর্স ইফতিখার মুসফিক জয় হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সায়েদ মুন্নাকে (২৫) তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১০ এপ্রিল) মুন্নাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সোমবার (৯ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

মুন্না সিদ্ধিরগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নয়টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক ব্যবসায়ীদের পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ায় গত ১২ মার্চ দিনগত রাতে পুলিশের সোর্স ইফতিখার মুসফিক জয়কে হত্যা করে মাদক ব্যবসায়ীরা।  

এর আগে গত ১৪ মার্চ মুন্নার ভাই ইব্রাহিমকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে পাঠালে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।  

মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, নিহত ইফতিখার মুসফিক জয় (১৮) যাত্রাবাড়ী থানাধীন দনিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন ও সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ ব্যবসায়ী আকরাম হোসেনের ছেলে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে জয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতেন। সম্প্রতি একাধিক মাদক ব্যবসায়ীকে জয় ধরিয়ে দেন। এ নিয়ে স্থানীয় মাদক ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। পরিকল্পনা করে ইব্রাহিম তার বাড়ির পাশে জয়কে ডেকে এনে মাদক ব্যবসায়ীদের হাতে তুলে দেন। এরপর সিদ্ধিরগঞ্জ থানা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মুন্নার নেতৃত্বে অন্য মাদক ব্যবসায়ীরা লোহার রড দিয়ে পিটিয়ে জয়কে হত্যা করেন।

গত ১২ মার্চ দিনগত রাতে জয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জয়ের বাবা আকরাম হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।