বিশেষ করে হবিগঞ্জের সুতাং নদীর লাখাই অংশ এগিয়ে যাচ্ছে ভয়াবহ পরিণতির দিকে। নদীর পানি শিল্পবর্জ্যে কালো রঙ ধারণ করেছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বাংলানিউজকে বলেন, জেলার বিভিন্ন স্থানে কয়েক বছর ধরে অনেকগুলো কল-কারখানা গড়ে ওঠেছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে, ওইসব কল-কারখানায় বেশির ভাগই কোনো সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর হয়নি। কারখানা থেকে বর্জ্য পদার্থ শোধনাগারের মাধ্যমে পরিশোধিত না করে উন্মুক্ত খাল-বিল, নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই অনেক খাল এবং জেলার গুরুত্বপূর্ণ ‘সুতাং নদী’ শিল্পবর্জ্য দ্বারা আক্রান্ত হয়ে দূষিত হয়ে পড়েছে।
বাপা অভিযোগ করে, শিল্পবর্জ্য দূষণে সুতাং নদীটি হয়ে পড়েছে মৎস্য শূন্য, নদীর পানি ব্যবহারকারীরা পড়েছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। তাই এখনই বিশুদ্ধ পানি ব্যবহার এবং পানির সুরক্ষায় সরকার ও সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
আরবি