মঙ্গলবার (১০ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম তানজীর ও জাহিদ বিন কাশেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর বাংলানিউজকে জানান, শহরের মোক্তারপাড়া, বড়বাজার, চকবাজার, ছোটবাজার ও মালনি রুট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে এসময় ৩০ জনকে বিভিন্ন অঙ্কে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
আরআর