ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জনদুর্ভোগ সৃষ্টি করায় ৩০ জনকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, এপ্রিল ১০, ২০১৮
জনদুর্ভোগ সৃষ্টি করায় ৩০ জনকে জরিমানা

নেত্রকোনা: নেত্রকোনা শহরে ফুটপাত দখল করে দোকান বসানোসহ ব্যক্তি মালিকানাধীন ভবনের নির্মাণ সামগ্রী রাখার দায়ে ৩০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম তানজীর ও জাহিদ বিন কাশেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর বাংলানিউজকে জানান, শহরের মোক্তারপাড়া, বড়বাজার, চকবাজার, ছোটবাজার ও মালনি রুট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে এসময় ৩০ জনকে বিভিন্ন অঙ্কে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।