মঙ্গলবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তার মৃত্যু হয়।
রাজা বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মতিন হাওলাদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, রাজা সম্প্রতি এসএসসি পরীক্ষা শেষ করে কলেজে ভর্তির চেষ্টা করছিলো। পাশাপাশি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতো।
বিকেলে ঝালকাঠি পৌরশহর থেকে বরিশালে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় রাজা। সন্ধ্যায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এমএস/আরআর