ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বুধবার ভেড়ামারার পাওয়ার প্লান্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, এপ্রিল ১০, ২০১৮
বুধবার ভেড়ামারার পাওয়ার প্লান্টের উদ্বোধন ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১১ এপ্রিল) গণভবন থেকে বিদ্যুৎ বিভাগ কর্তৃক আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধামে এ বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি।

ভেড়ামারা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট’র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, উদ্বোধনের লক্ষ্যে ভেড়ামারার বিভিন্ন পয়েন্টে ৭টি বড় ব্যানারসহ প্ল্যান্টটি বর্ণিল সাজে সাজানো হয়েছে।

বুধবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনি আরো জানান, বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধনের পর উত্তর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৮ জেলার বিদ্যুৎ চাহিদা পূরণ হবে। ২০১৪ সালের জুলাই মাসে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের কাজ শুরু হয়। ২ হাজার ৭৮৬টি শক্তিশালী পাইলিং এর উপর দাঁড়িয়ে থাকা এ প্ল্যান্টটিতে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে একটি গ্যাস ইউনিট এবং একটি স্টিম টারবাইন ও একটি এইচআরসিজি স্থাপন করা হয়েছে। যা দিয়ে উৎপাদন করা হবে ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হুমায়ন কবির, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের প্রকল্প পরিচালক এটিএম জাহাঙ্গীর হোসেন, কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট ম্যানেজার মোশাররফ হোসেন, নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামসহ কুষ্টিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।