মঙ্গলবার (১০ এপ্রিল) সন্ধ্যায় ফতুল্লার পাগলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। তাহসিম ফতুল্লার দক্ষিণ নয়ামাটি ভাবী বাজার এলাকার শাহাদাৎ হোসেনের বাড়ির ভাড়াটিয়া পান বিক্রেতা কাউসার আহমেদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসা থেকে বাসায় যাওয়ার পথে একটি ইজিবাইক তাহসিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মাজেদ আহমেদ বাংলানিউজকে বলেন, শিশুটির পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
টিএ