মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরে রাজশাহীর বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) সহায়তায় রাজশাহী চেম্বার অব কমার্সের আয়োজনে ব্যবসায়ী সংগঠনের নেতাদের মতবিনিময় সভায় বক্তারা এ অঙ্গীকার করেন।
এসময় বক্তারা বলেন, স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে হলে তামাকের ব্যবহার রোধের কোনো বিকল্প নেই।
রাজশাহী নগরীতে তামাক নিয়ন্ত্রণ পরিস্থিতির ব্যাখ্যা করতে গিয়ে এসিডি’র প্রকল্প সমন্বয়ক এহসানুল আমিন ইমন বলেন, রাজশাহীতে এক জরিপের তথ্যানুযায়ী রেস্তোরাঁ ও আবাসিক হোটেলে ধূমপানের হার ৪৪% ও ৭০%।
এ সময় মুক্ত আলোচনায় রাজশাহীর ব্যবসায়ীরা নগরীর আওতাধীন সকল আবাসিক হোটেল ও রেস্তোরাঁসমূহ ধূমপানমুক্ত পরিবেশ বজায় রাখার অঙ্গীকার করেন। এর পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইনানুযায়ী নো স্মোকিং সাইনেজ প্রদর্শনেরও প্রতিশ্রুতি দেন তারা।
রাজশাহী চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী শাখার সভাপতি রিয়াজ আহমেদ খাঁন, ক্যাব রাজশাহী অঞ্চলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুকু, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের গ্রান্টস ম্যানেজার ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া, এসিডি’র প্রোগ্রাম অফিসার কৃষ্ণা রাণী বিশ্বাস ও অ্যাডভোকেসি অফিসার শরিফুল ইসলাম শামীম।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এসএস/টিএ