ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

তারাকান্দায় বাস-লরি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, এপ্রিল ১০, ২০১৮
তারাকান্দায় বাস-লরি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

ময়মনসিংহের তারাকান্দায় বাস ও লরি’র মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। 

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মঙ্গলবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক বাংলানিউজকে জানান, ধোবাউড়া উপজেলা থেকে ইফাত পরিবহন নামে একটি বাস ময়মনসিংহের উদ্দেশে আসছিল।  বাসটি ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার মধুপুর এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  এ সময় বাসটি সড়ক থেকে পাশের একটি ক্ষেতে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক পুরুষ (২৮) নিহত হন। সংকটাপন্ন অবস্থায় ১০ বাস যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে হ্যাপি (২০) ও তার শিশুসন্তান মারা যান। অন্য আটজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

ওসি জানান, সংঘর্ষে লরির এক পাশে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস ও লরির চালক পালিয়ে গেলেও এ দু’টি যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮ 
এমএএএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।