ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খাদ্যে ভেজালের দায়ে ফেনীতে ১ ব্যবসায়ীর দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, এপ্রিল ১০, ২০১৮
খাদ্যে ভেজালের দায়ে ফেনীতে ১ ব্যবসায়ীর দণ্ড ভ্রামাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা/ ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনী শহরের পাছগাছিয়ার তেমুহনী বাজারে খাদ্যে ভেজালের দায়ে নাসির উদ্দিন চৌধুরী (৫৫) নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

ভোক্তা অধিকার সংরক্ষণে ও ভেজালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

 

ম্যাজিস্ট্রেট সোহেল রানা বাংলানিউজকে জানান, অভিযান চলাকালে পাঁচগাছিয়া তেমুহনী বাজারে গিয়ে দেখা যায় ফ্রিজের ভেতর শত শত আইসক্রিম যার মোড়কে লেখা কোয়ালিটি আইসক্রিম। মোড়কের গায়ে প্রস্তুতকারক হিসেবে চট্টগ্রামের ঠিকানা। অথচ এ আইসক্রিম তৈরি হচ্ছে ফেনীতে। বেশিরভাগ আইসক্রিমে নেই কোনো মেয়াদ, নেই বিএসটিআই এর অনুমোদন। এসব আইসক্রিমে রাখার দায়ে প্রতিষ্ঠানের মালিক নাসিরকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়।  

অভিযানে স্বাস্থ্য বিভাগের জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।