মঙ্গলবার (১০ এপ্রিল) সন্ধ্যায় শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।
পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চৌরঙ্গী-টারজান ঘুরে সংশপ্তক ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।
এদিকে বাংলাদেশ ছাত্রদল জাবি শাখার কোটা সংস্কার আন্দোলকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা ও পুলিশি হামলার বিচার চেয়ে বিবৃতি দিলে তা রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করছে বলে তা প্রত্যাখান করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এর আগে মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুর ১টার দিকে পুলিশী হামলার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
আরএ