ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মতিয়ার বক্তব্য প্রত্যাহার না করায় জাবিতে বিক্ষোভ মিছিল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, এপ্রিল ১০, ২০১৮
মতিয়ার বক্তব্য প্রত্যাহার না করায় জাবিতে বিক্ষোভ মিছিল আন্দোলনরত শিক্ষার্থীরা-ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তার বক্তব্য প্রত্যাহার না করায় বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১০ এপ্রিল) সন্ধ্যায় শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।

পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চৌরঙ্গী-টারজান ঘুরে সংশপ্তক ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এদিকে বাংলাদেশ ছাত্রদল জাবি শাখার কোটা সংস্কার আন্দোলকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা ও পুলিশি হামলার বিচার চেয়ে বিবৃতি দিলে তা রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করছে বলে তা প্রত্যাখান করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুর ১টার দিকে পুলিশী হামলার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।