ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুন্দরগঞ্জে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, এপ্রিল ১০, ২০১৮
সুন্দরগঞ্জে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, আহত ১২

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর দুর্গম চরে সৌর বিদ্যুতের সোলার পাওয়ার প্লান্ট স্থাপন নিয়ে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া শর্টগানের গুলিতে অন্তত ১২ জন আহত হয়েছেন।

এসময় বিক্ষুদ্ধ গ্রামবাসী সেখানে থাকা একটি আনছার ক্যাম্পে অগ্নিসংযোগ করে।

মঙ্গলবার (১০ এপ্রিল) বিকেলে সুন্দরগঞ্জের তারাপুর ইউপির তিস্তা নদীর চর খোর্দ্দা ও লাটশালার চর এলাকায় এ ঘটনা ঘটে।

সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, চর খোর্দ্দা ও লাটশালার চরে সৌর বিদ্যুৎতের পাওয়ার প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। সেই অনুযায়ী সেখানকার খাস জমিতে পাওয়ার প্লান্ট নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু খাস জমি ছাড়াও ব্যক্তি মালিকানাধীন বেশকিছু জমিতে পাওয়ার প্লান্ট নির্মাণ করাসহ একটি আনছার ক্যাম্প বসানো হয়। ফলে গ্রামবাসীর সঙ্গে পাওয়ার প্লান্ট কর্মকর্তাদের মতবিরোধ চলে আসছিলো। আনছার ক্যাম্প বসানোর পর থেকে গ্রামবাসীরা পাওয়ার প্লান্ট স্থাপনের বিরোধীতা করে আসছিলো। এ নিয়ে গ্রামবাসী ও পাওয়ার প্লান্ট কর্তৃপক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করে। দুপুরে পুলিশ ওই মামলার তদন্ত করতে গেলে গ্রামবাসীর সঙ্গে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া শর্টগানের গুলিতে অন্তত ১২ জন আহত হন। এসময় বিক্ষুদ্ধ গ্রামবাসী সেখানে থাকা একটি আনছার ক্যাম্পে অগ্নিসংযোগ করে।

গাইবান্ধার পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বাংলানিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।