তিনি বলেছেন, চলমান ছাত্র আন্দোলন যৌক্তিক, তবে তাদের ৯০ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের দাবি অযৌক্তিক। এটা মেনে নেওয়া যায় না।
মঙ্গলবার (১০ এপ্রিল) রাতে সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় সরকারের শরিক দলটির প্রধান একথা বলেন।
নজিবুল বশর বলেন, কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিকতা আছে। প্রধানমন্ত্রী যৌক্তিকতা বুঝতে পেরেই বিচার বিশ্লেষণ করে সমাধানের আশ্বাস দিয়েছেন। এরইমধ্যে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রদের সঙ্গে বসেছেন। সেখানে তিনি বলেছেন এক মাস সময় লাগবে এবং ৭ মে’র মধ্যে মধ্যে বিচার বিশ্লেষণ করে কিভাবে যৌক্তিকতার মধ্যে নিয়ে আসা যায় সেটা ঘোষণা দিয়েছেন।
তিনি আরো বলেন, কিন্তু দেখলাম এখনো একাংশ আন্দোলন করছে। ভিসির বাসায় হামলার জন্য দুঃখ তো প্রকাশ করলোই না। নতুন একটি গ্রুপ আন্দোলন করছে, তারা দাবি করেছে ৯০ শতাংশ মেধার ভিত্তিতে হতে হবে আর ১০ শতাংশ মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য নির্ধারণ করতে হবে। এটা যৌক্তিক কথা নয়।
ছাত্রদের উদ্দেশ্যে নজিবুল বশর বলেন, সময় দিতে হবে। অপরাজনীতির দিকে না গিয়ে প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে রাজপথ ছেড়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার অনুরোধ করছি।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এসএম/এমজেএফ