ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে ২ মাদকসেবীর জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, এপ্রিল ১০, ২০১৮
হবিগঞ্জে ২ মাদকসেবীর জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলায় দুই মাদকসেবীকে ১ হাজার ৫শ’ টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ এপ্রিল) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমানের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার পইল গ্রামের বাসিন্দা সফর আলী (৬৫) ও একই গ্রামের আব্দুল আলীর ছেলে মান্না মিয়া (১৮)।

হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক খাইরুল আলম বাংলানিউজকে জানান, বিকেলে পইল গ্রামে অভিযান চালানো হয়। এসময় প্রকাশ্যে গাঁজাসেবনরত অবস্থায় ওই দুই মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের ১ হাজার ৫শ’ টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।