শুক্রবার (০৬ এপ্রিল) দুপুরে মেঘনা নদীর আলকাস মিয়ার পাথর ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চিলিপুর গ্রামে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে আমজাদ আলী নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় আশুগঞ্জ থানায় জিডি করা হয়। শুক্রবার দুপুরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এদিকে, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে মরদেহটি আমজাদ আলীর বলে শনাক্ত করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
এসআই