ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আশুগঞ্জে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৭, এপ্রিল ৬, ২০১৮
আশুগঞ্জে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুইদিন পর মেঘনা নদী থেকে আমজাদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (০৬ এপ্রিল) দুপুরে মেঘনা নদীর আলকাস মিয়ার পাথর ঘাট এলাকা থেকে  মরদেহটি উদ্ধার করা হয়। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চিলিপুর গ্রামে।

তিনি পরিবার নিয়ে আশুগঞ্জ থাকতেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে আমজাদ আলী নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় আশুগঞ্জ থানায় জিডি করা হয়। শুক্রবার দুপুরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এদিকে, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে মরদেহটি আমজাদ আলীর বলে শনাক্ত করেন।  

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।