ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজাপুরে যুবকের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, এপ্রিল ৬, ২০১৮
রাজাপুরে যুবকের মরদেহ উদ্ধার

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরের বিষখালী নদী থেকে অজ্ঞাতপরিচয় (২৭) এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার চল্লিশকাহনিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বাংলানিউজ জানান, সকালে বিষখালী নদীর চরে একটি বস্তা দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়।

পরে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওই যুবকের চোখে আঘাতের চিহ্ন রয়েছে ও তার হাত পেছন দিকে বাঁধা অবস্থায় ছিল। পরিচয় উদঘাটনের জন্য আশপাশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।

ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ও এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।