ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাংলানিউজের মুন্নাসহ ৩২ জন পেলেন গুণীজন সম্মাননা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৬, এপ্রিল ৬, ২০১৮
বাংলানিউজের মুন্নাসহ ৩২ জন পেলেন গুণীজন সম্মাননা সম্মাননা গ্রহণ করছেন বাংলানিউজের মাহবুবুর রহমান মুন্না/ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় ৩২ গুণীজন পেলেন বাংলাদেশ শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ (বাশিসাসাপ) ও ডেভেলপমেন্ট রিসার্চ ফাউন্ডেশন (ডিআরএফ) সম্মাননা।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলানিউজের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না পেয়েছেন সম্রাট আকবর স্মৃতি সম্মাননা পদক-২০১৮।  

শুক্রবার (৬ এপ্রিল) দুপুরে মহানগরীর উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রধান অতিথি থেকে এ পদক তুলে দেন খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।



আরও ১০জন সাংবাদিক সাংবাদিকতায় এ পদক পেয়েছেন। তারা হলেন- দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক মো. তরিকুল ইসলাম, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিলটন, দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মো. মামুন রেজা, দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক, বাংলাদেশ প্রতিদিনের খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীন, দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, দৈনিক আলোকিত বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক মুহাম্মদ নুরুজ্জামান, দৈনিক বণিক বার্তার খুলনা প্রতিনিধি কাজী শামীম আহমেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আল-এহসান ও দৈনিক পাঠকের পত্রিকার মফস্বল সম্পাদক সুমন্ত চক্রবর্তী।  

বিশ্ব বাংলা ও বাঙালি পরিষদ  সাংবাদিকদের এ সম্মাননা দেয়। এছাড়া সাহিত্যে আবু কাজীসহ শিক্ষকতায় চারজন ও জনসেবায় ১৬ জনকে সম্মাননা দেওয়া হয়।  
সম্মাননা প্রাপ্ত গুণীজনরা
বাংলা নববর্ষ ১৪২৫ বরণ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী আলোচনা সভা, কবিতা পাঠ ও গুণীজন সম্মাননা প্রদান-২০১৮ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিআরএফ-এর নির্বাহী চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ড. মো. আলী আসগর। সাবেক সংসদ সদস্য হুমায়ুন কবীর হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার, গড়ুইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, সুতারখালী ইউপি চেয়ারম্যান আসমত আলী ফকির, কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা।  

অনুষ্ঠান পরিচালনা করেন বাশিসাসাপ সভাপতি মো. গোলাম রব্বানী খান।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।