ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজিবের মাথার সামনে ও পেছনের খুলিতে আঘাত রয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩০, এপ্রিল ৬, ২০১৮
রাজিবের মাথার সামনে ও পেছনের খুলিতে আঘাত রয়েছে

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বাসের চাপায় হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজিব হোসেনের (২১) অবস্থা আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। আঘাতের কারণে তার ব্রেনে সামান্য রক্তক্ষরণের পাশাপাশি পানিও জমেছে। পরে হয়তো তার অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। তবে এখন ব্রেনের অস্ত্রোপচারের প্রয়োজন নেই।
 

শুক্রবার (০৬ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান বাংলানিউজকে এ কথা বলেন।

তিনি বলেন, ব্রেনের ধাপে ধাপে ৩টি অংশ থাকে।

রাজিবের ব্রেনের সামনের অংশে রক্ত জমে আছে, সঙ্গে কিছু পানিও আছে। তাছাড়া তার মাথার সামনে ও পেছনের খুলিতে আঘাত আছে।

অধ্যাপক শামসুজ্জামান আরো বলেন, রাজিবকে হাই-কেয়ারের জন্য আইসিইউতে রাখা হয়েছে। দুর্ঘটনায় সে হাত হারিয়েছে, মাথায় আঘাত আছে। এসব রোগীর দ্রুত অবনতি হয়। তাই রাজিবকে হাই-কেয়ারের জন্য আইসিইউতে রাখা হয়েছে। যে কারণে রাজিবকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

দুপুরে রাজিবের মামা জাহিদুল ইসলাম জানান, রাজিবের উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আইসিইউতে রাজিবের সঙ্গে দেখা করেছি। কিন্তু সে এতোটাই মানসিক শকে রয়েছে যে, মাঝে মাঝে আমাদের চিনতে পারছে না।  

তিনি আরো বলেন, সরকারের কাছে বিনয়ভাবে অনুরোধ করছি, রাজিবকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হোক।

এর আগে দুপুরের দিকে জাতীয় সংসদের চিফ হুইফ আ স ম ফিরোজ আহত রাজিব চিকিৎসার খোঁজ খবর নিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, রাজিবের করুণ অবস্থার জন্য যারা দায়ী, সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।

গত ৩ এপ্রিল রাজধানীর কাওরান বাজার এলাকায় দুই বাসের চাপায় সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজিব হোসেন ডান হাতটি হারিয়ে ফেলেন।  

পরে পথচারীরা হাতবিহীন অবস্থায় রাজিবকে দ্রুত শমরিতা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসার খরচ ব্যয়বহুল হওয়ায় পরের দিন মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে একটি অ্যাম্বুলেন্সযোগে স্বজনরা তাকে (রাজিব) ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।