শুক্রবার (০৬ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান বাংলানিউজকে এ কথা বলেন।
তিনি বলেন, ব্রেনের ধাপে ধাপে ৩টি অংশ থাকে।
অধ্যাপক শামসুজ্জামান আরো বলেন, রাজিবকে হাই-কেয়ারের জন্য আইসিইউতে রাখা হয়েছে। দুর্ঘটনায় সে হাত হারিয়েছে, মাথায় আঘাত আছে। এসব রোগীর দ্রুত অবনতি হয়। তাই রাজিবকে হাই-কেয়ারের জন্য আইসিইউতে রাখা হয়েছে। যে কারণে রাজিবকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
দুপুরে রাজিবের মামা জাহিদুল ইসলাম জানান, রাজিবের উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আইসিইউতে রাজিবের সঙ্গে দেখা করেছি। কিন্তু সে এতোটাই মানসিক শকে রয়েছে যে, মাঝে মাঝে আমাদের চিনতে পারছে না।
তিনি আরো বলেন, সরকারের কাছে বিনয়ভাবে অনুরোধ করছি, রাজিবকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হোক।
এর আগে দুপুরের দিকে জাতীয় সংসদের চিফ হুইফ আ স ম ফিরোজ আহত রাজিব চিকিৎসার খোঁজ খবর নিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, রাজিবের করুণ অবস্থার জন্য যারা দায়ী, সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।
গত ৩ এপ্রিল রাজধানীর কাওরান বাজার এলাকায় দুই বাসের চাপায় সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজিব হোসেন ডান হাতটি হারিয়ে ফেলেন।
পরে পথচারীরা হাতবিহীন অবস্থায় রাজিবকে দ্রুত শমরিতা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসার খরচ ব্যয়বহুল হওয়ায় পরের দিন মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে একটি অ্যাম্বুলেন্সযোগে স্বজনরা তাকে (রাজিব) ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
এজেডএস/জেডএস