শুক্রবার (৬ এপ্রিল) সকালে সাভারে ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে খাদ্যমন্ত্রী শিক্ষার্থীদের এ আহ্বান জানান।
খাদ্যমন্ত্রী এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘শিক্ষার্থীরা বছরের প্রথম দিন বইগ্রহণ ও তথ্য প্রযুক্তি ব্যবহারসহ যে সুবিধা পাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলে এসব চালু থাকবে।
ওই কলেজের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ও ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ বেপারীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
পরে খাদ্যমন্ত্রী শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
এএটি