ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রায়পুরায় বাস-ট্রাক চাপায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৭, এপ্রিল ৬, ২০১৮
রায়পুরায় বাস-ট্রাক চাপায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলার তারাবাগ এলাকায় বাস ও ট্রাকের মধ্যে চাপা পড়ে দুই মোটরসাইকেলের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।

শুক্রবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- ইয়ামিন (১৯), সোহাগ (২২), রমজান (১৯) ও মো. আলী (২৫)।

 

আহতরা হলেন- হাবিব (২১), সুলতান উদ্দিন (৩৫), বাচ্চু মিয়া (২৮), আসমা আক্তার (২৭), শামীম মিয়া (১৪), আসাদ উদ্দিন (২৭) ও হেলাল উদ্দিন (২০)।  

স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনার পরপর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর শুরু করে। পরে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল বাংলানিউজকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ও নিহতদের নাম জানা গেলেও তাদের ঠিকানা প্রাথমিকভাবে জানা যায় নি বলেও জানান এসআই কামাল।  

বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
এসআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।