ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুনামগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৮, এপ্রিল ৬, ২০১৮
সুনামগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

সুনামগঞ্জ: পারিবারিক কলহের জের ধরে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাতনগর গ্রামে বড়ভাইয়ের হাতে ছোটভাই নিজাম উদ্দিন (২৫) খুন হয়েছেন। বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন (২৫) ইনাতনগর গ্রামের জহুর উদ্দিনের পুত্র। তিনি সিলেট জেলা পুলিশ লাইন্সে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পুলিশসূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২ এপ্রিল) সাত দিনের ছুটি কাটাতে নিজ বাড়িতে আসেন নিজাম। বৃহস্পতিবার বিকেলে তার বড় ভাই জামাল উদ্দিনের সাথে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে জামাল উদ্দিনের পরিবারের লোকজন হামলা চালায় নিজাম উদ্দিনের উপর। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিজাম উদ্দিন।

এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবউল্লাহ বাংলানিউজকে বলেন, নিহত কনস্টেবল নিজাম উদ্দিনের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ  সময়: ০৬১৭ ঘণ্টা, এপ্রিল  ০৬, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ