ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গা ফেরাতে জাতিসংঘের সঙ্গে সমঝোতা সই ১১ এপ্রিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, এপ্রিল ৫, ২০১৮
রোহিঙ্গা ফেরাতে জাতিসংঘের সঙ্গে সমঝোতা সই ১১ এপ্রিল রোহিঙ্গাঢল। ফাইল ছবি

ঢাকা: আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের সঙ্গে সমঝোতা স্মারকে (এমওইউ) সই  করতে যাচ্ছে বাংলাদেশ। নিজ বাসভূম রাখাইনে ফেরত পাঠাতে সম্পৃক্ততার জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসি) সঙ্গে আগামী ১১ এপ্রিল (বুধবার) এ এমওইউ সই হবে।

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়েরর একজন কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য জানান।

ওই কর্মকর্তা বলেন, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পোর সঙ্গে  বৈঠক করেছেন।

সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ১০ এপ্রিল তিনদিনের সফরে জেনেভায় যাচ্ছেন। সেখানে জাতিসংঘের কার্যালয়ে এ সমঝোতা সই হবে।

পররাষ্ট্র সচিব জানান, মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএনএইচসিআর-এর সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। এরই মধ্যে  বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা প্রায় ১১ লাখ ছাড়িয়েছে।

‘বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোসহ পুরো প্রক্রিয়ায় যাতে ইউএনএইচসিআর যুক্ত থাকে, সে জন্যই এই সমঝোতা স্মারক সই হচ্ছে। ’

ইউএনএইচসিআরের সঙ্গে এমওইউ সইয়ের আগে সংস্থাটির সঙ্গে রোহিঙ্গা বিষয়ক তথ্য আদান-প্রদানের জন্য আগেই একটি এমওইউ সই করেছে বাংলাদেশ।

এই সমঝোতা সই হলে রোহিঙ্গা প্রত্যাবাসনে খরচসহ সব বিষয়ে সরাসরি যুক্ত থাকবে জাতিসংঘ।

গত বছরের ২৪ আগস্ট তল্লাশি চৌকিতে হামলা চালানোকে কেন্দ্র করে রাখাইনে দমন-পীড়ন চালায় মিয়ানমার সেনাবাহিনী। তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় মগরাও।

বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়অ রোহিঙ্গারা জানিয়েছেন, সেখানে তাদের মারধর করে ঘর-বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি নারীদের ধর্ষণ ছাড়াও ফসলসহ মূল্যবান দ্রব্যাবি লুট করা হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়াদের মধ্যেও অনেকের শরীরে ক্ষতের চিহ্ন দেখা গেছে।

জাতিসংঘ বলছে, মিয়ানমারে জাতিগত নিধন চালানো হয়েছে। নিন্দার ঝড় উঠে বিশ্বজুড়েও। এমনকি দেশটির গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচির ভূমিকা নিয়েও সমালোচনা করেন বিশ্ব নেতারাও।

আন্তর্জাতিক চাপ ও বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টায় এক পর্যায়ে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে সম্মত হলেও কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি মিয়ানমারকে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮

কেজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ