ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, এপ্রিল ৫, ২০১৮
মাধবপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে আব্দুল খালেক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) দুপুরে হরষপুর রেল স্টেশনের অদূরে সুলতানপুর রাস্তার কাছে এ দুর্ঘটনা ঘটে। খালেক উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা।

হরষপুর রেল স্টেশন মাস্টার ফরশ আলী বাংলানিউজকে জানান, দুপুরে হরষপুর বাজারে দুধ বিক্রি করে রেল লাইনের ওপর দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন খালেক। এ সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বাংলানিউজকে বলেন, বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ