ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মেরিন ড্রাইভে পাজেরোর ধাক্কায় মোটরসাইকেল ছিটকে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, এপ্রিল ৫, ২০১৮
মেরিন ড্রাইভে পাজেরোর ধাক্কায় মোটরসাইকেল ছিটকে নিহত ২ পাজেরোর ধাক্কায় ছিটকে দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেল। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের মেরিন ড্রাইভে পাজেরো গাড়ির ধাক্কায় একটি মোটরসাইকেল ছিটকে দুই যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দু’জন হলেন- মোটরসাইকেলের চালক রামু উপজেলার উত্তর মিঠাছড়ি গ্রামের জুবাইরুল ইসলাম চৌধুরী (২৬) ও আরোহী মহেশখালী উপজেলার মো. শাকের  (২৭)।

তারা দু’জনই জাতিসংঘের খাদ্য সহায়তা সংস্থা ডব্লিওএফপিতে কাজ করছিলেন।  

দুর্ঘটনায় আহত হয়েছেন আরিফ (২৮) নামে মোটরসাইকেল আরোহী আরেক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত একটি এনজিওর ওই পাজেরো পাটুয়ারটেক এলাকায় মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সেটি ছিটকে গিয়ে ঘটনাস্থলেই জুবাইরুল মারা যান। দু’জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাকেরকেও মৃত ঘোষণা করে। পরে আরিফকে পাঠানো হয় চমেকে।  

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিসুর রহমান বাংলানিউজকে জানান, পাজেরো গাড়িটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
টিটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ