বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- মোটরসাইকেলের চালক রামু উপজেলার উত্তর মিঠাছড়ি গ্রামের জুবাইরুল ইসলাম চৌধুরী (২৬) ও আরোহী মহেশখালী উপজেলার মো. শাকের (২৭)।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরিফ (২৮) নামে মোটরসাইকেল আরোহী আরেক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত একটি এনজিওর ওই পাজেরো পাটুয়ারটেক এলাকায় মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সেটি ছিটকে গিয়ে ঘটনাস্থলেই জুবাইরুল মারা যান। দু’জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাকেরকেও মৃত ঘোষণা করে। পরে আরিফকে পাঠানো হয় চমেকে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিসুর রহমান বাংলানিউজকে জানান, পাজেরো গাড়িটি আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
টিটি/এইচএ/